বোদা পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা উপজেলার ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা এবং ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। ‘জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ শ্লোগানে মেলায় ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও উদ্ভাবকরা অংশ নিয়েছেন। যেখানে স্ব-স্ব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবিত ধারণা নিয়ে হাজির হয়েছে। বৃহস্পতিবার ( ৯ জানুয়ারি) সকালে উপজেলা বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে দুইদিন ব্যাপী মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির । উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আইনুল হক এর সভাপতিত্বে এ সময় একাডেমি সুপারভাইজার ওয়ারেসুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ ,উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ , উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল ইমরান, প্রাণিসম্পদ কর্মকর্তা ফরহাদ হোসেন প্রমুখ। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।