ঢাকাThursday , 9 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে একই জমিতে কলা ও বাঁধাকপি চাষ করে সফল এক নারী কৃষক ।

Mahamudul Hasan Babu
January 9, 2025 12:45 pm
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে একই জমিতে কলা বাগানে সাথী ফসল হিসাবে বাঁধাকপি চাষ করে সফল হযেছেন এক নারী কৃষক।
উপজেলার ৩ নং ধামইড় ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামের সফল নারী কৃষক সাবিনা খাতুন প্রাথমিক ভাবে ৫০ শতক জমিতে ৩৫০ কলা গাছ রোপন করে। পাশাপাশি ওই জমিতে সাথী ফসল হিসেবে এবার বাঁধাকপি রোপন করে এলাকায় সাড়া ফেলে।
কৃষক সাবিনা খাতুন জানান, সাধারণত কলা চাষে এক বছর সময় লাগে, তাই জমিতে কলা গাছ রোপণের পর ফাঁকা জায়গায় সারি সারি বাঁধাকপি রোপন করি। কারণ এ ফসলগুলোর তিন থেকে চার মাসের মধ্যে ফলন পাওয়া যাবে। আর অন্যদিকে কলা গাছ ধীরে ধীরে বেড়ে উঠবে। আশা করছি সব কিছু অনুকুলে থাকলে এবার আমি এই ৫০ শতক জমি থেকে প্রায় ৮০ হাজার টাকার সবজি বিক্রি করতে পারব। যা আমার বাড়তি আয় হবে। আর এ ফসলের আয় থেকেই কলা খেতের যাবতীয় খরচ বহন করা যাবে।
নারী কৃষক সাবিনার এ সফলতা দেখে প্রান্তিক পর্যায়ের অনেক কৃষক উদ্বুদ্ধ হয়ে বাড়তি আয়ের আশায় একই জমিতে বিভিন্ন প্রকার সাথী ফসল আবাদ শুরু করেছে।
বিরল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তফা হাসান ইমাম জানান, এ উপজেলায় বসতবাড়ী ও আশেপাশের জমিতে উচ্চ মুল্যের পুষ্টি সমৃদ্ধ ফল ও সবজি বাগান তুলনা মুলক কম। অল্প পুঁজিতে বেশি লাভবান হতে চাইলে নারী কৃষক সাবিনার মত সবাইকে উদ্যোগী হতে হবে। এব্যপারে আমরা কৃষকদের উদ্ধুদ্ধ করছি। যেন তারা একই জমিতে দুই ধরণের ফসল আবাদ করে লাভবান হয়। এছাড়াও কৃষকের উৎপাদিত ফসলের যেন কোন রোগ বালাইয়ে ক্ষতি করতে না পাওে তার জন্য কৃষকদের আমরা বিভিন্ন পরামর্শ প্রদান করছি।