এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার নিজস্ব অর্থায়নে উপজেলার ১৬৭ জন হতদরিদ্র শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বৃহস্পতিবার বিকাল ৪ টায় বিরল সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ কমআল বিতরণ করা হয়।
কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ভার:) ইশতিয়াক আহমেদ।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার সভাপতি ওনারি সার্ব লে: হাফিজুর রহমান বিএন।
অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সিনিয়র ওয়ারেন্ট অফিসার ইনসান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্নদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সিপিএম আশরাফ আলী, পিও হাফিজুর রহমান, সার্জেন্ট মোস্তফা জামাল, রবিউল ইসলামসহ সংস্থার সকল সদস্যবৃন্দ।