এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের প্রখ্যাত লেখক, গবেষক ও সাঁওতাল লোকসংস্কৃতিবিদ গণেশ সরেন আর নেই।
গত শুক্রবার ১০ জানুয়ারী রাত সাড়ে ৮ টার দিকে তিনি তাঁর দিনাজপুর নিমতলা বালুবাড়ীর বাসায় শেষ নিঃশ^াস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন থেকে জন্ডিস ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। মৃত কালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, ৩ কন্যা, ১ পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর শনিবার বিকালে তাঁর গ্রামের বাড়ী বিরলের গোপালপুর গ্রামের শ্মশ্মাণঘাটে তাঁর শবদাহ সম্পন্ন করা হয়।
গণেশ সরেন গত ১৯৫১ সালে দিনাজপুরের বিরল উপজেলার অর্ন্তগত ৬নং ভান্ডারা ইউপি’র গোপালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে ১৯৭৪ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পাশাপাশি ১৯৮৭ সালে এল.এল.বি. কোর্স সম্পন্ন করেন। দীর্ঘদিন দিনাজপুর সংগীত মহাবিদ্যালয়ে অধ্যাপনা শেষে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে অবসর নেন। পরবর্তীতে তিনি দিনাজপুর জজকোটে আইন পেশায় নিয়োজিত হন। তিনি আদিবাসী সমাজের অধিকার কর্মী ও নেতা হিসেবে উত্তরবঙ্গসহ বাংলাদেশে সমধিক পরিচিত। আদিবাসী জীবন ও সংস্কৃতি নিয়ে তার একাধিক গবেষণামূলক প্রবন্ধ রয়েছে। তাঁন মৃত্যুতে বিভিন্ন সংগঠন ও ব্যক্তি গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।