ঢাকাSunday , 12 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে ছাত্রদল-বিএনপির সংঘর্ষ ॥ আহত-৭

Mahamudul Hasan Babu
January 12, 2025 1:50 pm
Link Copied!

জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি:আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরের কালকিনিতে বিএনপি ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে করে উভয় পক্ষের অন্তত সাতজন কর্মী আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে এ হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় ব্যবসায়ী এবং সচেতন মহল।
রোববার (১২ জানুয়ারি) সকালে উপজেলার রমজানপুর ইউনিয়ন পরিষদের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
রমজানপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. স্বপন মোল্লা বলেন, নতুন টরকী বাজার নিজেদের দখলে নেওয়ার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদল নেতা সাকিব ইসলাম নয়ন ও মিলন বেপারীর নেতৃত্বে শনিবার রাতে একাধিক লোকজন বাজারে প্রবেশ করে। এ সময় তারা কয়েকটি হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে বেশ কয়েক জনের ওপরে হামলা চালায়। পরে আমি ও বিএনপি নেতা রিপন খানসহ উপস্থিত জনতা হামলাকারীদের প্রতিহত করতে গেলে সংঘর্ষের সৃষ্টি হয়। এসময় উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় আক্তার বেপারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও জুয়েল বেপারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা বলেন, বিএনপির দুই গ্রুপের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।