চট্টগ্রাম ব্যুরো: মাস্টারদা সূর্য সেন স্মৃতিরক্ষা কমিটি’ চট্টগ্রাম কর্তৃক আয়োজিত মাস্টারদা’র ৯১তম ফাঁসি দিবস স্মরণানুষ্ঠানের আলোচনা সভা জে. এম. সেন হল প্রাঙ্গণে সকাল ০৯টায় তাপস হোড়’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অ্যাডভোকেট প্রদীপ কুমার চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন দীপংকর চৌধুরী কাজল, বিবেকানন্দ আচার্য্য, বিশ্বজিত পালিত, রাজীব দাশ, সাজীব বৈদ্য, সাজেদুল হক হাসান, জসীম উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন, সজল দাশ, উৎপল বড়ুয়া, নির্মল দাশগুপ্ত প্রমুখ। মাস্টারদা’ অকুতোভয় চিত্তে ব্রিটিশদের বিরুদ্ধে এগিয়ে না এলে জাতি সেদিন দিকভ্রান্ত হয়ে পরাধীনতার গ্লানি থেকে অদ্যাবধি স্বাধীন হতে পারতো কিনা সন্দেহ। নিজের জীবন ফাঁসির যূপকাষ্ঠে বিসর্জন দিয়ে সেদিন তিনি সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে স্বাধীনতার জন্য এ’ উপমহাদেশবাসীকে অনুপ্রাণিত করেছিলেন বলেই আজকের স্বাধীন স্বদেশ। পরে জে.এম. সেন হল প্রাঙ্গণে মাস্টারদা’র আবক্ষ প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।