বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : বোদায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে ১ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার (১২ জানুয়ারী) দুপুরে বোদা পাথরাজ সরকারি কলেজ মাঠে বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন।
অসহায় হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক সম্পাদক আসাদুল্লাহ আসাদ,পৌর বিএনপির আহবায়ক আব্দুস সামাদ তারা, সদস্য সচিব দিলরেজা ফেরদৌস চিন্ময় প্রমুখ।