আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুরের গাংনীতে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে ব্যাডমিন্টন টুর্নামেন্টে (বালিকা) ষোলটাকা ইউনিয়ন দলকে ২ সেটে হাড্ডাহাড্ডি লড়াউয়ের মধ্য দিয়ে হারিয়ে উপজেলা পর্যায়ে গাংনী পৌরসভা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘ এসো দেশ বদলাই পৃথিবী বদলাই ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে অফিসার্স ক্লাবের ব্যাডমিন্টন মাঠে আজ রবিবার দুপুর ৩ টার সময় টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
তারুণ্যের উৎসব উদযাপনে প্রধান অতিথি হিসেবে ব্যাডমিন্টন টুর্নামেন্ট (বালিকা)এর শুভ উদ্বোধন ঘোষনা করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। এসময় বিশেষ অতিখি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, গাংনী উপজেলা প্রকৌশলী ফয়সাল হোসেন, গাংনী মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক, গাংনী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসাদুজ্জামান ,গাংনী উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বামন্দী ইউপির প্যানেল চেয়ারম্যান শাহ আলম , রায়পুর ্ইউপির প্যানেল চেয়ারম্যান সারগিদুল ইসলাম, কাজীপুর ইউপির চেয়ারম্যান মুহঃ আলম হুসাইন, ষোলটাকা ইউপির প্যানেল চেয়ারম্যান , সহ সকল ্ইউপির (সচিব) প্রশাসকবৃন্দ ।
ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর আহ্বায়ক হিসেবে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ম আহাবায়ক সাদ্দাম হোসেন, খেলা পরিচালনা করেন ক্রীড়া সংগঠক সুলেরী আলভী, স্কোরার হিসেবে ছিলেন গাংনী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য বিশিস্ট ক্রীড়াবিদ সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, ক্রীড়া সংস্থার সদস্য আতর আলী প্রমুখ।
তারুণ্যের উৎসব -২০২৫ ব্যাডমিন্টন টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি পুরস্কার দেয়া হয়। একইসাথে ম্যান অব দ্য মাচের পুরস্কার হিসেবে ষোলটাকা বালিকা দলের তানিশা আক্তারকে এবং বিজয়ী ও রানার্সআপ দলের খোলোয়াড়দের ম্যাডেল পরিয়ে সম্মানিত করা হয়েছে। অসংখ্য দর্শক শ্রোতা খেলা উপভোগ করেন।