ঢাকাSunday , 12 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে কৃষকের মরদেহ উদ্ধার

Mahamudul Hasan Babu
January 12, 2025 4:17 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের সদর উপজেলার নিশ্চিন্তপুরে জবেদ আলী (৭০) এক কৃষকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

আজ রোববার দুপুরে নিশ্চিন্তপুর গ্রামের মাঠে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। জবেদ আলী সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের বাদল শেখের ছেলে।
তবে পরিবারের সদস্যদের দাবি গত দুদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। হয়তোবা কেউ হত্যা করে তাকে মাঠে ফেলে রাখতে পারে।

মেহেরপুর সদর থানার ওসি শেখ মেজবাহ উদ্দীন জানান, নিশ্চিন্তপুর মাঠে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
মৃত্যুর কারণ এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি। সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মরদেহ মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।