মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা পরিষদ শিশু পার্কের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে পাকা রাস্তা সংলগ্ন পরিত্যাক্ত ১৫ শতক খাস জমিতে ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ ফয়সাল,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ লতিফুর রহমান, আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী সহ অনেকেই। এসময় ইউএনও বলেন, আটোয়ারী উপজেলায় শিশু কিশোরদের বিনোদনমূলক কোন জায়গা নেই। ঈদ আনন্দে উপজেলার শিশু-কিশোররা কোথাও ঘুরতে যেতে পারে না। এই পেক্ষাপট বিবেচনা করে শিশু পার্কটি নির্মাণের পরিকল্পনা উপজেলা পরিষদের সমন্বয় সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তিনি বলেন, শিশু পার্কটির নাম হবে ‘ উপজেলা পরিষদ শিশু পার্ক’। ১৫ শতক জমির উপর আধুনিকমানের শিশু পার্ক গড়ে তোলার পরিকল্পনা পরিকল্পনা আছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ১০ লাখ টাকা ব্যয়ে আপাদত প্রাচীর ও একটি দৃষ্টিনন্দন গেইট তৈরী হবে। পর্যায়ক্রমে পার্কটির কাজ চলবে। এটি শিশু-কিশোরদের জন্য একটি নিরাপদ ও আনন্দময় পরিবেশ তৈরীর উদ্দেশ্যে নির্মিত হচ্ছে। এখানে শিশুদের জন্য নানা ধরনের খেলনা ও বিনোদনমূলক ব্যবস্থা থাকবে। এই পার্কে থাকবে শিশুদের খেলার জায়গা, বিভিন্ন ধরনের স্লাইড, দোলনা ও গেমস। এখানে থাকবে একটি ফুড কর্ণার। থাকবে টিকিট কাউন্টার। পুরুষ ও মহিলাদের জন্য পৃথক পৃথক ওয়াশ রুম। পার্কের সামনে থাকবে গাড়ী পার্কিং ব্যবস্থা। এখানে শিশু-কিশোরদের প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার সুযোগ থাকবে। ইউএনও বলেন, উপজেলা শিশু পার্কটি শুধু একটি বিনোদনের কেন্দ্র নয়, বরং এটি শিশুদের জন্য স্বপ্ন ও আনন্দের স্থান হবে।