ঠাকুরগাঁও প্রতিনিধি: “হাতে হাত রেখে কাজ করি-উষ্ণতার বন্ধনে দেশ গড়ি” এ স্লোগানকে ধারন করে ঠাকুরগাঁওয়ে দুই শতাধিক দুস্থ অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিরতণ করেছে আমান গ্রুপ।
মঙ্গলবার বিকালে মেসার্স নাজমুল এন্টারপ্রাইজের আয়োজনে শহরের জেআর কমিউনিটি সেন্টারে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আমান সিমেন্টের এজিএম জিল্লুর রহমান, আরএসএম হাসিনুর রহামান, নাজমুল এন্টারপ্রাইজের প্রোপাইটর নাজমুল ইসলাম প্রমূখ।
দুস্ত অসহায় মানুষ এই শীতে অনেক কষ্ট পাচ্ছিল। আমান সিমেন্টের পক্ষ থেকে কম্বল পেয়ে সকলেই খুশি হয়ে ধন্যবাদ জানান।