ঢাকাTuesday , 14 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগঞ্জে জমি জমা নিয়ে বিরোধে আহত ৩

Mahamudul Hasan Babu
January 14, 2025 1:59 pm
Link Copied!

মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধি :  রংপুরের পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি ইউনিয়নে জমা-জমির জের ধরে মারপিট উভয় পক্ষের নারীসহ আহত ৩। এ ঘটনায় উভয় পক্ষ পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। আহতরা হলেন; সুমি বেগম(৩৮) ও স্বামী স্বাধীন মিয়া এবং অপর পক্ষের মাহাফুজার রহমান মিঠাপুকুর ও পীরগঞ্জ থানা কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। অভিযোগকারী সুমি বেগম বলেন গত ১২ জানুয়ারী রবিবার বিকালে ৮-১০ জন লোক দেশীয় লাঠি সোটা নিয়ে তাদের বাড়ীতে ঢুকে হামলা করে। এসময় সুমি বেগমের স্বামী স্বাধীন মিয়া আঘাত প্রাপ্ত হয়ে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসলে মাহফুজারের আত্মীয় স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকা রুনা লায়লা অসৌজন্যমুলক আচরনের কারনে তারা স্বামী স্ত্রী (সুমি ও স্বাধীন) মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।
স্থানীয়রা জানান, বসতবাড়ির জমি নিয়ে দীর্ঘদিনের উভয় পরিবারের মধ্যে বিরোধ চলে আসছে। ঘটনার দিন স্বাধীনের বাড়ীতে উভয় পক্ষের তর্ক বিতর্কের এক পর্যায়ে মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় নারীসহ তিনজন আহত হন। তারা সকলেই চিকিৎসাধীন।
এ ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম এ ফারুক হোসেন জানান উভয় পক্ষের অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।