ঢাকাTuesday , 14 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আটোয়ারীতে এনজিও ফেডারেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

Mahamudul Hasan Babu
January 14, 2025 1:57 pm
Link Copied!

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সমন্বয়ে গঠিত এনজিও ফেডারেশন( এফএনবি) এর আয়োজনে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ( ১৪ জানুয়ারি) সকালে উপজেলার বারঘাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকার দুস্থ ও সমাজের প্রতিবন্ধী, অসহায় ,দরিদ্র, খেটে খাওয়া দিনমজুর শ্রেণির শীতার্ত মানুষের মাঝে প্রায় পাঁচ শতাধীক কম্বল বিতরণ করা হয়। এনজিও ফেডারেশন পঞ্চগড় জেলা কমিটির সভাপতি ও দেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ জহুরুল ইসলামের সভাপতিতে¦ এবং এফএনবি পঞ্চগড় জেলা কমিটির সাধারণ সম্পাদক ও ব্র্যাক পঞ্চগড় জেলা সমন্বয়ক মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিতরণের আগে ইউএনও’র প্রতিনিধি হিসেবে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ লতিফুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তোড়িয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহ। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি এফএনবি জেলা সভাপতি মোঃ জহুরুল ইসলাম। এসময় বুরো বাংলাদেশ এর ঠাকুরগাঁওয়ের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ ছানোয়ার হোসেন, বোদা’র এলাকা ব্যবস্থাপক মোঃ সাহেদুল ইসলাম(পলাশ), পঞ্চগড়ের এলাকা ব্যবস্থাপক মোঃ সজল করিম, এফএনবি আটোয়ারী উপজেলা কমিটির সভাপতি মোঃ সহিদুল ইসলাম, আশা আটোয়ারী উপজেলা রিজিওনাল ম্যানেজার উদয় চন্দ্র রায়, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী সহ উদ্দিপন, রিক, ডাম ফাউন্ডেশন, আরডিআরএস, টিএমএসএস সহ অন্যান্য বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা ও সুফলভোগী সদস্যরা উপস্থিত ছিলেন।