ঢাকাTuesday , 14 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কোটচাঁদপুর কেমিক্যাল ট্রিটমেন্ট মেশিন বিস্ফোরণ ঘটে দুইজন নিহত

Mahamudul Hasan Babu
January 14, 2025 3:37 pm
Link Copied!

সুমন মালাকার কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধিঃঝিনাইদহেরকোটচাঁদপুরে কাঠ কেমিক্যাল ট্রিটমেন্ট মেশিন বিস্ফোরণ ঘটে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বিস্ফোরণে তাদের দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে শহরের ইক্ষু সেন্টার আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মিজানুর রহমান নামে এক কাঠ ব্যবসায়ী কাঠ কেমিক্যাল ট্রিটমেন্ট নামের একটি মেশিন বসান। মঙ্গলবার বিকালে মেশিনটি প্রথম চালু করা হয়। মেশিন চালুর এক ঘন্টা পর সন্ধ্যা ৬টার দিকে মেশিনটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরিত মেশিনের মধ্যের কাঠ পাশের বাড়িঘর ভেঙে প্রায় ৫০ মিটার দূরে যেয়ে পড়ে। এতে ওই মেশিনের অদূরে ফার্নিচারের কাজে কর্মরত দুই শ্রমিকের দেহ ভিন্ন হয়ে যায়। এরা হচ্ছেন উপজেলার সিঙ্গিয়া গ্রামের বদে মল্লিকের ছেলে রাম মল্লিক (৫০) ও একই গ্রামের ওমর আলীর ছেলে মিল্টন (২৫)। মারাত্মক আহত হয়েছেন আলামপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আলমগীর হোসেন (৪০)। আহত আলমগীর হোসেনকে যশোর হাসপাতালে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে রয়েছেন কোটচাঁদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মুন্না বিশ্বাস ও ওসি কবির হোসেন মাতুব্বর।