চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরী পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজের পিতা, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এম আজিজুল হক আর নেই। বুধবার ভোরে রাজধানীর উত্তরায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে এম আজিজুল হকের বয়স ছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।মরহুমের নামাজের জানাজা আজ বাদ যোহর রাজারবাগ পুলিশ লাইন্সে এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।
১৯৭০ সালে পার্লামেন্ট সদস্য (এম এন এ) আব্দুর রহমান বকাউলের ছেলে এম আজিজুল হক। ১৯৪০ সালের ১৩ ডিসেম্বর শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা সখিপুর থানার চরভাগা বকাউল কান্দিতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন এম. আজিজুল হক।তিনি ১৯৯৬ সালে জুলাই থেকে ১৯৯৭ নভেম্বর মাস পর্যন্ত আইজিপি হিসাবে দায়িত্ব পালন করেন। এরপর ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। তিনি স্থানীয় সরকার, নৌ-পরিবহন ও বিমান মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদসহ ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট, রূপালী ইন্সুরেন্স লিমিটেডের অর্থ উপদেষ্টা ছিলেন।

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
  
                                     
                                 
                                 
                                 
                                