মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার তোড়িয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অফিস সহকারী ও ২নং তোড়িয়া ইউনিয়নের যাদববাটি (কাটালী) গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ কশির উদ্দীন(৭৫) বার্ধক্যজনিক কারণে মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল প্রায় সাড়ে ৯ টার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেন-( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী , ১ পুত্র, ৪ কন্যা,নাতি-নাতনি, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টার সময় ধারিয়াখড়ি গোরস্থান সংলগ্ন জানাযা মাঠে রাস্ট্রের প্রতিনিধি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান উপস্থিত থেকে এবং আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সরকার(জুয়েল) এর নেতৃত্বে একদল পুলিশ ফোর্সের অংশ গ্রহণে মরহুম বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে গার্ড অব অনার প্রদান করা হয়। এর আগে রাস্ট্রের পক্ষ থেকে ও মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে মরহুম বীর মুক্তিযোদ্ধা মোঃ কশির উদ্দীনকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। পরে বিকেল সাড়ে ৪ টায় মরহুমের জানাযার নামাজ শেষে ধারিয়াখড়ি কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়। তার মুক্তিযোদ্ধার নম্বর: ০১৭৭০০০০০৪৩, বেসামরিক গেজেট নং- ৬৮৫ , লাল মুক্তিবার্তা নং- ০৩০৯০৩০২৪৩।