আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছায় মসজিদের জমিতে অবৈধ দখল উচ্ছেদের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) ও থানার অফিসার ইনচার্জ এর দপ্তরে আবেদন দাখিল করেছেন কীর্তিপুর দক্ষিনপাড়া জামে মসজিদ কমিটির পক্ষে সভাপতি মোঃ মনিরুজামান । বুধবার (১৫ জানুয়ারী) সকালে দায়েরকৃত অভিযোগে বিবাদী করা হয়েছে কৃষ্ণনগর কাউন্সিল রোডের স্বর্গীয় অনিল কুমারের ছেলে শ্রী কিশোর কুমার দত্ত।
দাখিলকৃত আবেদন সূত্রে জানা যায়, কীর্তিপুর দক্ষিনপাড়া জামে মসজিদের নিজ নামীয় উপজেলাধীন ৩ নং কৃষ্ণনগর মৌজার আর,এস চূড়ান্ত ২৮নং খতিয়ানের আর,এস চূড়ান্ত ২১৭৬ নং দাগের ০.০১৭৫ একর জমির সঠিক মালিক। উক্ত জমি বাজারের মধ্যে হওয়ায় মসজিদ কর্তৃপক্ষের নিটক হতে ইতিপূর্বে বিবাদী দোকান ও বাসা বাড়ী ভাড়া গ্রহণ করেছিলেন। বিবাদী ভাড়া গ্রহণে দীর্ঘদিন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার একপর্যায়ে ও (বিবাদী) অতি চালাক, পরসম্পদ লোভী ব্যক্তি হওয়ায় মসজিদের জমি স্থায়ীভাবে মালিকানা স্বত্ব গ্রহণের জন্য বিভিন্ন ভাবে জাল কাগজপত্রাদি প্রস্তুত ও মসজিদের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা মোকর্দ্দমা দায়ের করে। বিষয়টি মসজিদ কমিটি (বাদী) বুঝতে ও জানতে পেরে আজ হইতে বিগত ৫ বছর আগে মৌখিক ভাবে ঘর ছেড়ে দেওয়ার জন্য মসজিদ কমিটি বিবাদীকে অনুরোধ করে ও বিবাদীকে উক্ত দোকানঘর আর ভাড়া প্রদান করবেন না মর্মে মসজিদের জরুরী সভায় সকল সদস্যগণের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। জরুরী সভার প্রেক্ষিতে মসজিদ কর্তৃপক্ষ (বাদী), বিবাদী, উপজেলা প্রশাসন, থানা কর্তৃপক্ষ, পৌরসভা কর্তৃপক্ষ, বাজার বণিক সমিতি, হিন্দু পরিষদ যশোর ও ঝিকরগাছার নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও জনপ্রতিনিধিগণের মাধ্যমে বিগত ইং- ২৬/০২/২০২৪ তারিখে থানায় বসে অফিসার ইনচার্জের সম্মুখে ৩০০ টাকার নন জুডিসিয়াল স্ট্যাম্পের মাধ্যমে আপোষনামার (মামলা প্রত্যাহার / দালান ঘর হস্তান্তর সংক্রান্ত) মাধ্যমে চুক্তি সম্পদিত হয়। চুক্তির ১নং কলামের শর্ত অনুযায়ী বিবাদী কর্তৃক মসজিদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ ৩নং কলামের শর্ত অনুযায়ী ইং-৩১/১২/২০১৪ তারিখে জমি ও উহার উপর স্থিত স্থাপনা ও দোকানঘরের চাবিসহ মসজিদ কর্তৃপক্ষের বরাবর সরেজমিনে ফেরত ও দখল বুঝাইয়া দিবেন মর্মে স্পষ্ট উল্লেখ আছে। কিন্তু বিবাদী সময় অতিবাহিত হওয়ার পরেও অন্যাবধি পর্যন্ত উক্ত জমিসহ স্থাপনা মসজিদের অনুকূলে বুঝাইয়া দেয়নি। এমতাবস্থায় বিবাদী ভাড়াটিয়া হিসাবে ভাড়ার চুক্তি ভঙ্গ করায় এবং ইতিপূর্বে উক্ত জমি অবৈধ ও জোরপূর্বক মালিকানা গ্রহণের পায়তারা করায় এবং বিগত পাঁচ বছর ধরে তালবাহানা করে বর্তমান পর্যন্ত অবৈধভাবে দখলে থাকায় ভূমি সংক্রান্ত প্রচলিত আইনের মাধ্যমে বিবাদীকে উচ্ছেদের জন্য সবিনয়ে আবেদন জানানো হয়েছে।
এবিষয়ে বিবাদী শ্রী কিশোর কুমার দত্ত বলেন, আমাদের কোন ঝামেলা নেই। তাদের সাথে মিলতাল হয়ে গেছে। তাদের সাথে আমার সম্পর্ক ভালো কথাবর্তা হয়েছে। নতুন করে আমার নামে কেস করবে কেনো ? যদি কেস করে থাকে তাহলে আবারও বসে আলোচনা হবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) ও থানার অফিসার ইনচার্জ বলেন, অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের উপর তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
  
                                     
                                 
                                 
                                 
                                