ঢাকাWednesday , 15 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে সীঁমান্ত এলাকায় বিজিবি কর্তৃক বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার।

Mahamudul Hasan Babu
January 15, 2025 3:31 pm
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে সীঁমান্তে টহল দেয়ার সময় বিপুল পরিমান ভারতীয় নিষিদ্ধ ঘোষিত ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

জানা গেছে, মঙ্গলবার দিবাগত ভোর রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ ডুংডুংগী বিওপি’র নায়েব সুবেদার আব্দুর রহমানের নেতৃত্বে একটি টহলদল উপজেলার ৮নং ধর্মপুর ইউপি’র দক্ষিণ মেড়াগাঁও সীঁমান্ত এলাকায় টহল দেয়ার সময় সীঁমান্ত পিলার নং- ৩২৪/৮-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কিছু লোককে দেখতে পেয়ে চ্যালেঞ্জ করে। এসময় অজ্ঞাত ব্যক্তিরা অন্ধকার ও ঘনকুয়াশার সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে টহল দল উক্ত এলাকা তল্লাশী করে ২৯টি পোটলা/ব্যাগ উদ্ধার করে, যার ভেতর থেকে ৮শ,৮৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ঠ ধারায় একটি মামলা দায়ের হয়েছে