চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া।এ সময় ফিটনেসবিহীন ৬টি যানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিআরটিএ জানিয়েছে, প্রায় চার ঘণ্টা ধরে পরিচালিত ওই অভিযানে ৬টি মামলা হয়েছে। এর মধ্যে ফিটনেসবিহীন বাস, রাইডার ও লেগুনা রয়েছে। এসব মামলায় মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে আরও উপস্থিত ছিলেন বিআরটিএ চট্টমেট্রো-২ সার্কেলের মোটরযান পরিদর্শক মো. রেজোয়ান শাহ্। সহযোগিতা করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।