ঢাকাThursday , 16 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে রেস্তোরাঁ মালিক সমিতির উপর বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Mahamudul Hasan Babu
January 16, 2025 1:25 pm
Link Copied!

জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি:বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির উপর বর্ধিত ১৫ ভাগ ভ্যাট ও ১৩ ভাগ সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে মাদারীপুরে মানববন্ধন কর্মসুচি পালিত ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) বেলা ১১ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি মাদারীপুর জেলা শাখা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি মাদারীপুর জেলা শাখার সভাপতি কে. এম হাবিবুর রহমান, রেস্তোরা মালিক শরিফুল ইসলাম মাসুদ, মনজুর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, রেস্তোরা মালিক রুবেল মুন্সী, লিপু আবরার, মিরাজ হোসেন, রেজাউল করিম সরদার, রনজিৎ, প্রল্লাদ সহ স্থানীয় রেস্তোরাঁর প্রায় দুই শতাধিক মালিক, শ্রমিক-কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী রেস্তোরাঁ ব্যবসার ওপর ৫ শতাংশ থেকে বর্ধিত ভ্যাট ১৫ শতাংশ করা হচ্ছে এবং সম্পূরক শুল্ক (এসডি) নামে পূর্বে আরও একটি ১০ শতাংশ করের বোঝা সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। যদি বর্ধিত ভ্যাট ১৫ শতাংশ ও সম্পূরক শুল্ক (এসডি) ১০ শতাংশ করা হয় তবে সাধারণ ভোক্তাকে মোট ২৫ শতাংশ কর দিতে হবে। এ অবস্থায় ভোক্তার কাছ থেকে কোনো ভাবেই এই ২৫ শতাংশ বাড়তি কর আদায় করা সম্ভব হবে না। তাই অবিলম্বে রেস্তোরাঁর উপর বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবি জানান বক্তারা। মানববন্ধন শেষে মালিক সমিতির নেতৃবৃন্দ মাদারীপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।