ঢাকাFriday , 17 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে ৫ দিন ব্যাপি চতুর্থ উপজেলা কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন

Mahamudul Hasan Babu
January 17, 2025 2:28 pm
Link Copied!

এম, এ  কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে কাবিং করবো, সবুজ বাংলাদেশ গড়বো প্রতিপাদ্য বিষয় নিয়ে ৫ দিন ব্যাপি চতুর্থ উপজেলা কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন করা হয়েছে।
১৭ই জানুয়ারী শুক্রবার সকালে উপজেলার আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে তুলাই ও টাঙ্গন দুইটি সাব ক্যাম্পে উপজেলার প্রাথমিক ও ইবতেদায়ী পর্যায়ের ২৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৬৮ জন ছাত্র-ছাত্রীকে নিয়ে ৫ দিন ব্যাপি এ কাব ক্যাম্পুরীর আয়োজন করে বাংলাদেশ স্কাউটস বিরল উপজেলার কর্মকর্তাবৃন্দ। জাতীয় ও স্কাউট পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত ও স্কাউট শপথের মধ্য দিয়ে ক্যাম্পুরীর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন, প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইশতিয়াক আহমেদ।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) চৈতন্য কুমার রায় এর সভাপতিত্বে ও বাংলাদেশ স্কাউট উপজেলা শাখার যুগ্ম সম্পাদক গুলনাহার খানম ও ইউনিট লিডার মতিয়ার রহমানের যৌথ সঞ্চালোনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আ ন ম বজলুর রশিদ কালু, জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিরল পৌর বিএনপির সভাপতি লিয়াকত আলী, বাংলাদেশ স্কাউট দিনাজপুর জেলা শাখার সাবেক সম্পাদক আনিছুজ্জামান মিলন, বিরল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান আক্কারুল, বাংলাদেশ স্কাউট বিরল উপজেলা শাখার সম্পাদক হাসান আলী, ফরক্কাবাদ নুরল ইসলাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জিল্লুর রহমান, বিরল প্রেস ক্লাবের আহবায়ক আতিউর রহমান ও সদস্য সচিব তাজুল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউট বিরল উপজেলা সম্পাদক এ কে এম ইকরামুল হক।