ঢাকাSaturday , 18 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিগত ১৫-১৬ বছর আওয়ামীলীগ সাংবাদিকসহ প্রত্যেকটি প্রতিষ্ঠানে দলীয়করণ করেছিল। আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

Mahamudul Hasan Babu
January 18, 2025 12:33 pm
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনীত প্রার্থী দিনাজপুর জেলা বিএনপির নির্বাহী সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেছেন, বিগত ১৫-১৬ বছর আওয়ামীলীগ সাংবাদিকসহ প্রত্যেকটি প্রতিষ্ঠানে দলীয়করণ করেছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের মিথ্যা অযুহাত দিয়ে হয়রানি নির্যাতন করা হয়েছিল। সাংবাদিক ভাইদের বলবো আপনারা কোন দলের হবেন না, দলের হয়ে কাজ করবেন না। আপনারা আপনাদের পেশাগত ঐতিহ্য রেখে সব দলের সব রকমের খবর জাতির সামনে তুলে ধরবেন। আমি মনে করি এতদিন সাংবাদিকদের দাবিয়ে রাখা হয়েছিল। তাদের দিয়ে মিথ্যা তথ্য উপস্থান করিয়ে সংবাদ পরিবেশন করা হয়েছিল। আমাদেরকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আপনারা নির্ভয়ে কাজ করে যাবেন। আমি  আশা রাখি আপনাদের সত্য লেখনীর মধ্য দিয়ে সমাজের বাস্তব চিত্র আমরা জানতে পারবো।
শনিবার সকালে বিরল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

প্রেস ক্লাবের আহŸায়ক আতিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি উপজেলা উপস্থিত ছিলেন বিরল উপজেলা বিএনপির সভাপতি মোঃ বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান মিলন, প্রচার সম্পাদক মোঃ আক্কাশ আলী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মুবাশ্বেরুল ইসলাম, সাবেক ভিপি মঞ্জুর রহমান মহবুর, পৌর ছাত্রদলের আহŸায়ক মাহিদুল ইসলাম মাহিদ, বিরল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক শামু, প্রেস ক্লাবের যুগ্ম আহŸায়ক মোয়াজ্জেম হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। সভার সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সদস্য সচিব তাজুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে সাংবাদিক নুরে আলম সিদ্দিকী, সাদেকুল ইসলাম, দিপঙ্কর রায়, জহুরুল ইসলাম জহির, আব্দুল আজিজ, মহবুর রহমান, মুরসালিন হোসেন, আবুল কালাম আজাদ, বেলাল হোসেন, এ বি মাসুমসহ উপজেলা বিএনপি ও অংগসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।