ঢাকাSaturday , 18 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব ইসলামী মহাসম্মেলন-২০২৫ উপলক্ষে পঞ্চগড়ে জাকের পার্টির কেন্দ্রীয় মিশন ও আলোচনা সভা

Mahamudul Hasan Babu
January 18, 2025 12:34 pm
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে বিশ্ব ইসলামী মহাসম্মেলন-২০২৫ উপলক্ষে পঞ্চগড়ে জাকের পার্টির কেন্দ্রীয় মিশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা শহরের নিচুতলা এলাকায় জাকের পার্টির দলীয় কার্যালয়ে পঞ্চগড় জেলা ছাত্রফ্রন্টের আয়োজনে মিশন প্রধান হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন জাকের পার্টি ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক ও জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য রবিউল ইসলাম রবি।
জাকের পার্টি ছাত্রফ্রন্টের পঞ্চগড় জেলার সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় ও ছাত্রফ্রন্টের জেলা সভাপতি ও ছাত্রফ্রেন্টের কেন্দ্রীয় পরিষদের সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাড. সফিকুল ইসলাম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  পঞ্চগড় জেলা জাকের পার্টির সভাপতি ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য আয়নাল হক রাখেন।
এসময় অনুষ্ঠানে মিশন সদস্য হিসেবে জাকের পার্টির কেন্দ্রীয় পরিষদের নেতৃবৃন্দ, অনুষ্ঠানে জেলা ও উপজেলা জাকের পার্টি ছাত্রফ্রন্টের দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় জাকের পার্টি ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক ও জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য রবিউল ইসলাম রবি বলেন, বিগত দিনে বিএনপি ও আওয়ামী লীগ দেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছে। জাকের পার্টি ১৪ দল, ৩৬ দল কোনটাতেই ছিলনা। আমরা জাকের পার্টির দলীয় কার্যক্রম অব্যাহত রাখবো। মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেবো। বিশ্ব ইসলামী মহাসম্মেলন সফল করতে ছাত্রফ্রন্টের নেতাকর্মীদের নানা দিকনির্দেশনা মুলক কথাবার্তা বলেন তিনি।
পরে বিশ্ব মুসলিম জাহানের কল্যাণ কামণা করে দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।