ঢাকাSaturday , 18 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম মহানগরী থেকে ভয়ঙ্কর মাদক আইসসহ পুলিশ সদস্য গ্রেফতার

Mahamudul Hasan Babu
January 18, 2025 12:52 pm
Link Copied!

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরী থেকে মাদকদ্রব্য ক্রিস্টাল মেথসহ (আইস) এক পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তার নাম আলমগীর হোসেন। চকবাজার থানার মেহেদীবাগ এলাকা থেকে র‌্যাবের একটি টিম তাকে গ্রেফতার করে বলে শনিবার সকালে র‌্যাব জানায়। এ সময় মেহেদী হাসান নামে তার এক সহযোগীকেও গ্রেফতার করা হয়। শুক্রবার রাতে গ্রেফতারের সময় ওই পুলিশ সদস্যের কাছ থেকে ১৬০ গ্রাম ক্রিস্টাল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এ আর এম মোজাফফর।
র‌্যাব জানায়, গ্রেফতার পুলিশ সদস্যের নাম আলমগীর হোসেন। তিনি নগর পুলিশের জনসংযোগ শাখায় উপ সহকারী পরিদর্শক (এএসআই) পদে কর্মরত।এ ঘটনায় চকবাজার থানায় মাদক আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তা এ আর এম মোজাফফর।
এদিকে চকবাজার থানার পুলিশ জানিয়েছে, মামলার পরিপ্রেক্ষিতে তাকে আদালতে পাঠানো হয়েছে। নগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ) রইছ উদ্দিন বলেন, মাদকসহ গ্রেফতার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে বলেও তিনি জানান।