ঢাকাSaturday , 18 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে উচ্ছেদ অভিযানে দখলমুক্ত হলো পাহাড়ের এক একর জায়গা

Mahamudul Hasan Babu
January 18, 2025 1:01 pm
Link Copied!

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরে অবৈধভাবে দখল করে রাখা পাহাড়ের এক একর জায়গা উদ্ধার করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে আকবরশাহ থানাধীন উত্তর লেকসিটি, সুপারিবাগান ও ইসলামাবাদ হাউজিং সোসাইটি এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়। এসময় সাতটি স্থায়ী বসতি ও ছোটবড় স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।অভিযানে নেতৃত্ব দেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদী হাসান।
তিনি বলেন, অভিযানে ৭টি স্থায়ী বসতিসহ ছোটবড় অন্যান্য স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে। পাহাড় কেটে অবৈধভাবে এসব বসতি ও অন্যান্য স্থাপনা তৈরির সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। জনস্বার্থে চট্টগ্রাম জেলার পাহাড়, টিলা, নদী, খাল ইত্যাদির অবৈধ দখল উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে।