ঢাকাSaturday , 18 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

প্রকৌশলী মুহাম্মদ নাছির চট্টগ্রাম কারাগারের বেসরকারি কারা পরিদর্শক

Mahamudul Hasan Babu
January 18, 2025 12:59 pm
Link Copied!

চট্টগ্রাম ব্যুরো: আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারা পরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে দুই বছরের জন্য এ নিয়োগ দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, জেল কোডের ১ম খণ্ডের ৫৬ ধারা (১ ও ২) বিধি অনুযায়ী ১০ জন পুরুষ ও ২ জন নারীকে পরবর্তী ২ বছরের জন্য চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারা পরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হল।
দায়িত্ব পেয়ে প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, সরকারের পক্ষ থেকে কারা পরিদর্শকের এ পবিত্র দায়িত্ব পালনের জন্য মহান আল্লাহ আমাকে সর্বোচ্চ তৌফিক দান করুন। একজন ক্ষুদ্র মাঠকর্মী হিসেবে দেখেছি, আমাদের কারাগারগুলোর আসামিরা ন্যুনতম মানবিক অধিকার বঞ্চিত। ভুক্তভোগীরা নিশ্চয়ই ভালো বলতে পারবেন। খাবার, চিকিৎসার যথাযথ ব্যবস্থার সাথে সাথে কারাভোগীদের সময়গুলো কাটুক সুশিক্ষা ও আত্মনির্ভরশীলতা তথা প্রোডাক্টিভ প্রোগ্রামে। কারাগার হয়ে উঠুক সংশোধানাগার।
প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন চট্টগ্রামে অবস্থিত একটি অলাভজনক এনজিও সংস্থা আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান। সংস্থাটি বর্তমানে গরিব-দুঃখী মানুষের জন্য বিনামূল্যে খাবার বিতরণ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপন কর্মসূচি, ফ্রি মেডিকেল ক্যাম্প, মহিলাদের জন্য শিক্ষা, রোগীর জন্য বিনামূল্যে এম্বুলেন্স, সুবিধা বঞ্চিত মানুষের জন্য পরিচ্ছন্ন পানি এবং অসহায় ব্যক্তির জন্য নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা করে আসছে।
প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন অ্যাশ ফাউন্ডেশন ইউএসএ, অ্যাশ ফাউন্ডেশন ইউকে, অ্যাশ ফাউন্ডেশন কায়রো মিশর ও আল হুমাইরা (রা.) মহিলা মাদ্রাসার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি চট্টগ্রাম জেলার এনজিও কমিটির সমন্বয়ক, ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন, চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল, বাংলাদেশ ইলেক্ট্রনিক্স সোসাইটি ও রোগী কল্যাণ সমিতি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের স্থায়ী সদস্য এবং রোটারি ক্লাব অব চিটাগাং ওসান ব্লু’র সাবেক সভাপতি।