চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরের চান্দগাঁওয়ে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বহদ্দারহাট এক কিলোমিটার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার নাম মো. এমরান (২০)। সে ভোলা জেলার দৌলতখান থানার নূর মিয়ার হাট এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে চান্দগাঁও থানার নুর নগর হাউজিং সংলগ্ন কাউসারের কলোনি এলাকায় ভাড়া বাসায় থাকেন।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানিয়েছেন, গ্রেফতার এমরানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।