এম, এ কুদ্দুস ,বিরল(দিনাজপুর)প্রতিনিধি:কর্মী সম্মেলনে যোগ দিতে দিনাজপুর গোর-এ শহীদ ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ড. শফিকুর রহমান এর শুভাগমন উপলক্ষে বিরলে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে ।
জানা গেছে, আগামী ২৫ জানুয়ারী বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখা’র আয়োজনে কর্মী সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হবে। কর্মী সম্মেলনে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা: শফিকুর রহমান। কর্মীসম্মেলন কেন্দ্র করে জেলা ব্যাপী চলছে ব্যাপক প্রস্তুতি।
কর্মী সম্মেলন সফল করার লক্ষে ও আমীরে জামায়াত এর শুভাগমনকে স্বাগত জানিয়ে শনিবার দুপুরে স্বাগত মিছিল করেছে বিরল উপজেলা জামায়াতে ইসলামী।
স্বাগত মিছিলটি বিরল পৌর শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে বকুল তোলা মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা (উত্তর) এর নায়েবে আমীর ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ (অবঃ) মাওলানা এ কে এম আফজালুল আনাম, উপজেলা জামায়াতের আমীর হাফেজ মো: আব্দুর রশীদ, সেক্রেটারী আজমীর হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।