ঢাকাSunday , 19 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে গ্রামীণ মাটির রাস্তা এইচবিবিকরণের লক্ষ্যে লটারী অনুষ্ঠান

Mahamudul Hasan Babu
January 19, 2025 3:10 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে ২০২৪-২৫ অর্থবছরে গ্রামীণ মাটির রাস্তা টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের লটারী অনুষ্ঠিত হয়েছে।
গাংনী উপজেলা প্রশাসন এর আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর , ঢাকা’র বাস্তবায়নে হেরিং বোন বন্ড এর ঠিকাদারদের সামনে প্রকাশ্যে লটারী অনুষ্ঠিত হয়।
আজ রবিবার বিকেল সাড়ে ৩ টার সময় গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গাংনী উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও লোক প্রশাসন বিভাগের ৬ জন শিক্ষানবিশ প্রশাসনিক ক্যাডার ও ঠিকাদার বৃন্দের উপস্থিতিতে লটারী অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনসুর রহমানের সভাপতিত্বে লটারী অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। এসময় উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা প্রকৌশলী ফয়সাল আহমেদ, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মামুনর রশিদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার আসাদুজ্জামান, উপজেলা বিআরডিবি অফিসার মোস্তাফিজুর রহমান রানা, গাংনী উপজেলা পিআইও অফিসের অফিস সহকারী আলিমুল রেজাসহ অফিসের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও লটারী অনুষ্ঠানে ছাত্র সমন্বয়ক মোজাহিদুল ইসলাম, সাদ্দাম হোসেন , সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডামসহ অনেক ঠিকাদার সশরীরে উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, গ্রামীণ মাটির রাস্তা টেকসইকরণের লক্ষ্যে দরপত্র আহবান করা হলে ২ টি প্যাকেজের জন্যে সর্বমোট ১৬০ জন ঠিকাদার দরপত্র জমা দেন। এর মধ্যে ১ম প্যাকেজে ৯ জন ঠিকাদারের শর্তানুযায়ী কাগজপত্র না থাকায় যাচাই বাছাই কমিটি বাতিল করেন। একইভাবে ২য় প্যাকেজে ও অনুরুপভাবে ১০ জন ঠিকাদারের কাগজ পত্র না থাকায় বাতিল করা হয়েছে। লটারী অনুষ্ঠানে স্বচ্ছতার জন্য ঠিকাদারের মাধ্যমে সরাসরি লটারী অনুষ্ঠিত হয়। লটারীতে বিজয়ী ২ টি প্যাকেজের জন্য ৩ জন করে ৬ জনকে (ঠিকাদারি প্রতিষ্ঠান) তালিকা ভুক্ত করা হয়।