ঢাকাMonday , 20 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে জুলাই আগষ্ট অভুত্থানে ঢাকায় নিহত হওয়া আসাদুলের মরদেহ কবর থেকে উত্তোলন

Mahamudul Hasan Babu
January 20, 2025 3:47 pm
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দাফনের ৫ মাস পর ময়না তদন্তের জন্য দিনাজপুরের বিরলে কবর থেকে তোলা হলো জুলাই আগস্ট বিপ্লবে ঢাকায় নিহত হওয়া আসাদুল হক বাবুর মরদেহ।

সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইসতেহাক আহমেদ এর উপস্থিতিতে আসাদুল হক বাবুর গ্রামের বাড়ী বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের পাকুড়া গ্রামে পারিবারিক কবরস্থান থেকে মরদেহ উত্তোলন করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পঠানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা সিআইডি’র ইন্সপেক্টর ইরফান আলী, বিরল থানার ওসি আব্দুস ছবুর প্রমূখ।
সিআইডি’র ইন্সপেক্টর ইরফান আলী জানান, মৃত্যুর পর তার মরদেহ ময়না তদন্ত ছাড়াই দাফন করা হয়েছে। তাই বিজ্ঞ আদালতের আদেশক্রমে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করতে ময়না তদন্তের জন্য মরদেহটি উত্তোলন করা হয়েছে। দিনাজপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে লাশ পাঠানো হবে এবং ময়না তদন্তের পরে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহন করা হবে।

উল্লেখ্য যে, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে মিছিলে যোগদানের জন্য আসাদুর হক বাবু বের হয়। পথিমধ্যে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্থা এলাকায় পৌছালে গুলির আঘাতে তিনি নিহত হন। পরবর্তীতে তার বাবা জয়নাল আবেদীন বাদী হয়ে ঢাকা মহানগর অতিরিক্ত চিপ জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ওই মামলার দায়িত্ব দেয়া হয় সিআইডিকে এবং মামলার প্রেক্ষিতে ময়না তদন্তের জন্য মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়।

বিরলে ৫দিন ব্যাপি কাব ক্যাম্পুরীর সমাপনী ও মহা তাঁবু জলসা অনুষ্ঠিত।
এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের বিরলে ৫দিন ব্যাপি চতুর্থ উপজেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও মহা তাঁবু জলসা অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার রাতে উপজেলার আদর্শ উচ্চ বিদ্যালয় চত্বরে ৫দিন ব্যাপি কাব ক্যাম্পুরীর সমাপনী ও মহা তাঁবু জলসা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও বাংলাদেশ স্কাউটস বিরল উপজেলা শাখার সভাপতি ইশতিয়াক আহমেদ এর সভাপতিত্বে এবং বাংলাদেশ স্কাউট বিরল উপজেলা শাখার যুগ্ম-সম্পাদক গুলনাহার খানম ও ইউনিট লিডার মতিয়ার রহমান যৌথ সঞ্চালোনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার চৈতন্য কুমার রায়, উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, বাংলাদেশ স্কাউটস এর দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক সৈকত হোসেন, বাংলাদেশ স্কাউট দিনাজপুর জেলা শাখার সাবেক সম্পাদক আনিছুজ্জামান মিলন, বাংলাদেশ স্কাউট বিরল উপজেলা শাখার কমিশনার হাসান আলী, বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দীন প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউট বিরল উপজেলা সম্পাদক এ.কে.এম ইকরামুল হক।