রবিউল ইসলাম লালমনিরহাট লালমনিরহাটের পাটগ্রামে উপজেলায়, শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) পাটগ্রাম সাহেব ডাঙ্গা স্টেডিয়াম মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
পাটগ্রাম পৌর বিএনপি’র সভাপতি ও টুর্নামেন্টের আহ্বায়ক মোস্তফা সালাউজ্জামান ওপেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় রংপুর স্যান্টস ক্লাব বনাম পাটগ্রাম উপজেলা একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় উপজেলা একাদশ পাটগ্রাম ২-০ ব্যবধানে রংপুর স্যান্টস ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, লালমনিরহাট জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম, পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, জেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ্ প্রধান, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল করিম প্রধান প্রমুখ।
খেলায় মোট ১৬টি টিম অংশগ্রহণ করে। খেলায় কয়েক হাজার দর্শকের সমাগম হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।