ঢাকাMonday , 20 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে বিএনপির যৌথ কর্মী সভা অনুষ্ঠিত।

Mahamudul Hasan Babu
January 20, 2025 4:03 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে  বিএনপির যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
সােমবার (২০ জানুয়ারি) সকাল ১১-টার দিকে  গাংনী উপজেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভােকেট কামরুল হাসান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম ও ফয়েজ মােহাম্মদ।
অনুষ্ঠান পরিচালনা করেন, গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হােসেন মেঘলা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে  বক্তব্য রাখেন, গাংনী উপজেলা মুক্তিযােদ্ধা  সাবেক কমান্ডার শামসুল আলম সােনা, গাংনী পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইনসারুল হক ইন্সু, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দাল হক, সাধারণ সম্পাদক গােলাম কাউছারসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপিসহ  অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
কর্মীসভায় বক্তারা বলেন, আগামীতে দেশকে ঢেলে সাজাতে দলীয় নেতাকর্মীদের ঐক্যমতের মাধ্যমে দলকে সুসংগঠিত করতে হবে।