ঢাকাTuesday , 21 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আন্দোলনে গুলি, যুবলীগ-ছাত্রলীগের দুইজন গ্রেফতার

Mahamudul Hasan Babu
January 21, 2025 4:52 pm
Link Copied!

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরের চান্দগাঁওয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবর্ষণকারী দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তারা দুজনই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগের ‘ক্যাডার’। মঙ্গলবার গভীর রাতে নগরের চান্দগাঁওয়ের বাহির সিগন্যাল বেপারিপাড়া শ্যামলী আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ঋভু মজুমদার (২৭) ও মো. জামাল (৪০)। তারা নগরের চান্দগাঁও এলাকার বাসিন্দা। এদের মধ্যে ঋভু ছাত্রলীগ এবং জামাল যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব আহমেদ বলেন, গত ৪ আগস্ট বহদ্দারহাটে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে গুলিবর্ষণ করেছিল জামাল ও ঋভু, যা একাধিক স্থিরচিত্র ও ভিডিও ফুটেজে ধরে পড়েছে। তিনি বলেন, ‘পিস্তল হাতে তারা ছাত্রদের ওপর গুলিবর্ষণ করে হত্যায় সক্রিয় ভূমিকা পালন করে। সেই ফুটেজের ভিত্তিতে তাদের শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে।
যারা আন্দোলনে হামলায় অংশ নিয়েছিলেন তাদের সবাইকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি আফতাব।