এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী এর আমীর ডাঃ শফিকুর রহমান এর দিনাজপুরে আগমন উপলক্ষে বিরলে দিনব্যাপী গাড়ীবহরের বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার শোভাযাত্রাটি বিরল পৌরশহরসহ উপজেলার ১২ টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। শোভাযাত্রার অগ্রভাগে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার কর্মপরিষদ সদস্য ও বিরল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ (অবঃ) এ কে এম আফজালুল আনাম, বিরল উপজেলা শাখার আমীর হাফেজ মাওলানা মোঃ আব্দুর রশীদ, সেক্রেটারী মোঃ আজমীর হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মোঃ নাজমুল ইসলাম, জেলা রুকন মতিউর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বিরল পৌরশহরসহ উপজেলার ১২ টি ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী এর সহ¯্রাধিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ২৫ জানুয়ারি শনিবার সকাল ১০ টায় দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে কর্মী সম্মেলনে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী এর আমীর ডা. শফিকুর রহমান, বিশেষ অতিথি সহকারি সেক্রেটারী জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক কেন্দ্রীয় সভাপতি মোঃ দেলোয়ার হোসেন বক্তব্য রাখবেন। সম্মেলনে সভাপতিত্ব করবেন দিনাজপুর জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমান। কর্মী সম্মেলনটি ঐতিহাসিক করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরল শাখা পোস্টারিং, মিছিল, শোডাউন ও শোভাযাত্রাসহ বিভিন্ন প্রচারণা চালিয়ে যাচ্ছে।
বিরলে কৃষকদলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত।
এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের বিরলে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার ০১নং আজিমপুর ইউনিয়নের চৌরঙ্গী বাজারে অনুষ্ঠিত কৃষক সমাবেশে বিএনপি’র অতীতের কর্মকান্ড ও ভবিষ্যতের পরিকল্পনা তুলে ধরে লিখিত বক্তব্য পেশ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এড. মোঃ আব্দুল আজিজ।
উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ বেলাল হোসেন এর সভাপতিত্বে এবং জেলা কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক স্বপন এর সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এবং দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আ.ন.ম বজলুর রশিদ কালু ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরল পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা কৃষক দলের সহ-সভাপতি আনারুল ইসলাম, সাধারণ সম্পাদক মজিবর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আসাদুল ইসলাম, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, ৬নং ভান্ডারা ইউনিয়নের ৭নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি লুৎফর রহমান, ১০নং ইউনিয়ন যুবদলের সদস্য মমিনুল ইসলাম’সহ বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।