ঢাকাTuesday , 21 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররচনায় অভিযুক্তদের শাস্তির দাবীতে মানববন্ধন

Mahamudul Hasan Babu
January 21, 2025 4:58 pm
Link Copied!

জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি:মাদারীপুরের শিবচরে স্কুল শিক্ষার্থীকে ধর্ষনের পর গর্ভপাত। এরপর শালিস বৈঠক ডেকে উল্টো কিশোরী হাফিজা আক্তারকে হেনস্থা করে ধর্ষকের পক্ষে শালিস করে। হাফিজা এই অপবাদ সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। এ ঘটনায় ধর্ষক পেয়ারসহ স্থানীয় শালিসদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। আজ মঙ্গলবার দুপুরে শিবচর উপজেলার বাবলাতলা বাজারে এ মানববন্ধন করেন তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে একই এলাকার আবু কালাম সরদারের ছেলে পেয়ার হোসেন জোরপূর্বক হাফিজার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন হাফিজা। পরে পেয়ার হোসেন তাকে ভয় দেখিয়ে এবং চাপে ফেলে একটি বেসরকারি ক্লিনিকে গর্ভপাত করান। সাম্প্রতিক সময়ে পেয়ার হোসেন আবারও হাফিজাকে বিরক্ত করতে শুরু করেন। প্রায়ই তার ঘরে ঢুকে শারীরিকভাবে হেনস্থা করতেন। এ নিয়ে হাফিজার পরিবার স্থানীয় সালিশিদের কাছে বিচার চায়। সালিশে পেয়ার হোসেনকে অভিযুক্ত হলেও ছোট ভাই আলী হোসেন নিজের উপর দোষ নিয়ে নেয়। এবং হাফিজাকে বিয়ে করবে বলেন সালিশদের জানায়। হাফিজা ছোট ভাইকে বিয়ে করতে না চাইলে হাফিজাকে সম্পূর্ণ দোষি ও চরিত্রহীন সাব্যস্ত করে সালিশরা। হাফিজা এই অপবাদ সহ্য করতে না পেরে ঘরের সিলিংয়ের কাঠে রশি ঝুলিয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগ করেন হাফিজার পরিবার। এ বিষয় শিবচর থানায় মামলা করা হয়। মামলায় আদালত থেকে জামিনে এসেই আসামিরা হুমকি দিচ্ছে বলে অভিযোগ হাফিজার পরিবার। ধর্ষকসহ জড়িত সবার বিচার চেয়ে হাফিজার পরিবারকে সাথে নিয়ে এলাকাবাসী এ মানব বন্ধন করেছেন।