জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি:বিদ্যালয়ের শতবর্ষতে মাদারীপুরে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে জমকালো আয়োজনে চড়ুইভাতি অনুষ্ঠান করা হয়েছে। বুধবার দিনব্যাপী মাদারীপুর সদর উপজেলার ঝাউদী ইউনিয়নের ২২নং টুবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে বার্ষিক চড়ুইভাতি অনুষ্ঠান করা হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে চড়ুইভাতিতে নাচ, গান, কবিতা আবৃত্তিসহ সাংস্কৃতিক অনুষ্ঠানে আনন্দ মুখরিত হয়ে উঠে।
বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে বার্ষিক চড়ুইভাতী অনুষ্ঠান শিশু শিক্ষার্থীদের মনে আনন্দের ঝর্ণাধারা সৃষ্টি করে। আবেগে উদ্বেলিত উচ্ছ্বসিত শিশুরা নেচে, গেয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে চড়ুইভাতি অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ২২নং টুবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোহাম্মদ মাসুদ আহমেদ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসমা আক্তার, মুনমুন খাতুন, মোসাঃ জুলিয়া আক্তার, লুৎফর নেছা লাকি, সবুজ হাওলাদার, অভিভাবক শাহিন ফকির, শওকত মাতুব্বরসহ ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।
শিক্ষার্থী ইমন, তানহাসহ কয়েজন বলেন, এরকম আয়োজন খুবই আনন্দ দিয়ে থাকে, স্যারদের অনেক ধন্যবাদ। পড়াশোনা পাশাপাশি সকল বিদ্যালয়ে এরকম অনুষ্ঠান আয়োজন করা উচিত।
মাদারীপুর সদর উপজেলার ২২নং টুবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মাসুদ আহমেদ বলেন, আমাদের বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে আমরা আজ বার্ষিক চড়ুইভাতি উদযাপন করলাম এতে বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা আমাদের সাথে এই চড়ুইভাতি অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের আনন্দ আরো বেগবান করে তোলেন। আজ আমরা অনেক খুশি। অভিভাবকদের উদ্দেশ্যে মাসুদ আহমেদ আরো বলেন, আমরা বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের পড়াশোনার ব্যাপারে যতটা গুরুত্ব দিয়ে থাকি তেমনি বাড়িতে আপনারা অভিভাবকরা ছাত্র ছাত্রীদের দিকে লক্ষ্য রাখুন তাদের সময় দিন কারণ সন্তানকে মানুষের মত মানুষ করতে হলে শিক্ষক ও অভিভাবকের দুজনকেই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে।