চট্টগ্রাম ব্যুরো: সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে বুধবার সকালে চট্টগ্রামে আদালতে হাজির করা হয়। সকাল সোয়া ৯টায় পুলিশের আবেদনের প্রেক্ষিতে পৃথক দুই মামলায় তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নিসা খানমের আদালত।
এর আগে সকাল থেকেই আদালত প্রাঙ্গণ নিরাপত্তার চাদরে ঢাকা। প্রবেশপথ থেকে শুরু করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন পর্যন্ত অন্তত তিন জায়গায় পুলিশি চেকপোস্ট। সকাল সকাল এসে বাবাকে একনজর দেখতে অপেক্ষায় ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর মেয়ে। তবে শুধু চোখের দেখাতেই অপেক্ষা ফুরিয়েছে তার।
সরেজমিনে দেখা গেছে, বুধবার সকাল থেকে আদালতে প্রবেশের দুটি পথে কড়া নিরাপত্তায় ছিলেন পুলিশ এবং এবিপিএন সদস্যরা। সকাল সোয়া ৯টার দিকে তাকে প্রিজন ভ্যান থেকে নামিয়ে আদালতে নেওয়া হয়। এ সময় বেশ বিমর্ষ ছিলেন তিনি। দুপাশ থেকে দুজন পুলিশ সদস্য তাকে ধরে রেখেছিলেন।
এদিকে, নদভীকে আদালতে তোলার সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের লিফটের সামনে দাঁড়িয়ে ছিলেন তাঁর মেয়ে এবং ভাগিনা। এ সময় তারা কথা বলতে চাইলেও পুলিশের বাধায় তা হয়নি। শুধু দূর থেকে নদভীকে দেখেছেন তারা। আদালতে তোলার পর প্রায় ৩০ মিনিট শুনানি শেষে ৯টা ৪৫ মিনিটের দিকে তাকে ফের প্রিজন ভ্যানে তুলে কারাগারে নেওয়া হয়।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান বলেন,লোহাগাড়া ও সাতকানিয়া থানায় সাবেক এমপি নদভীর বিরুদ্ধে দায়ের হওয়া বিস্ফোরক আইনের দুই মামলায় তিনদিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। বিজ্ঞ আদালত শুনানি শেষে দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। তাকে পুলিশি নিরাপত্তায় কারাগারে পাঠানো হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তার মেয়ে এবং ভাগিনা এসেছিল দেখা করতে। তারা কথা বলতে চাইলেও নিরাপত্তার স্বার্থে আমরা এলাউ করিনি। আর সেই সুযোগও নেই।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর নদভীর বিরুদ্ধে জেলার সাতকানিয়া, লোহাগাড়া ও নগরের বিভিন্ন থানায় একাধিক মামলা হয়েছিল। দীর্ঘদিন পলাতক থাকার পর ঢাকায় গত ১৫ ডিসেম্বর গ্রেফতার হন তিনি। ২০১৪ ও ২০১৮ সালে চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হলেও স্বতন্ত্র প্রার্থীর কাছে তিনি হেরে যান।