ঢাকাWednesday , 22 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে তারুণ্যের উৎসব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল বালকে মেহেরপুর পৌর এবং বালিকায় মুজিবনগর জেলা চ্যাম্পিয়ন

Mahamudul Hasan Babu
January 22, 2025 1:57 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে জেলা পর্যায়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনুর্ধ্ব-১৭)এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল ম্যাচে টাইব্রেকারে গাংনী উপজেলা ফুটবল দলকে ১-৩ গোলে হারিয়ে মেহেরপুর পৌর ফুটবল দল জেলা চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা অর্জন করেছে।
একইমাঠে আগের ম্যাচে বিকেল ২-৩০ মিনিটের সময় অনুষ্ঠিত বালিকা দলের খেলায় মেহেরপুর মুজিবনগর উপজেলা ফুটবল একাদশকে কমিটির সিদ্ধান্তক্রমে মেহেরপুর পৌর ফুটবল একাদশকে টুর্র্নামেন্ট থেকে বাতিল ঘোষনা করে মজিবনগর বালিকা দলকে জেলা চ্যাম্পিয়নের ট্রফি প্রদান করা হয়।
তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘ এসো দেশ বদলাই পৃথিবী বদলাই ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মেহেরপুর স্টেডিয়াম মাঠে আজ বুধবার বিকেল ৩-৩০ টার সময় টুর্নামেন্টের ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে গোলশুন্য ড্র হলে টাইব্রেকারে মেহেরপুর পৌর ফুটবল (বালক) চ্যাম্পিয়ন ট্রফি লাভ করে।
তারুণ্যের উৎসব উদযাপনে ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭)এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন মেহেরপুর জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রনি আলম নূর।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার হযরত আলী, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক ওবাইদুল বাশার, গাংনী উপজেলা যুব উন্নয়ন অফিসার আসাদুজ্জামান আসাদ, ছাত্র সমন্বয়কবৃন্দ সহ মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা কর্মচারীবৃন্দ। পরে সংক্ষ্প্তি আলোচনা শেষে বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি এবং বিজিত লকে রানার্স আপ ট্রফি প্রদান করা হয়। এসময়ই শ্রেষ্ঠ গোলকিপার , শ্রেষ্ঠ খেলোয়াড়, সেরা গোলদাতা ও ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার বিতরণ করা হয়। একইসাথে সকল খেলোয়াড়কে ম্যাডেল পরিয়ে দেয়া হয়।