ঢাকাWednesday , 22 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে গাংনী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

Mahamudul Hasan Babu
January 22, 2025 5:15 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি: ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াইয়ে প্রতিজ্ঞাবদ্ধ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন। বুধবার(২২ জানুয়ারি) বিকেলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে গাংনী উপজেলা বিএনপির আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করব। যারা হাসিনার দোসরদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে গাংনী উপজেলা বিএনপির কমিটি দখলের চেষ্টা করছেন, তাদের লাঠিপেটা করে গণধোলাই দেওয়া হবে। কেউ রক্ষা পাবে না।”

তিনি আরো বলেন, কমিটি পেয়েছেন ভালো কথা। সাদা কাগজে কালো অক্ষরে লেখা কমিটি গলায় মাদুলি করে ঝুলিয়ে রাখুন। আমি সভাপতি বা এমপি হতে চাই না। জনগণের অধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। ১ ফেব্রুয়ারির পর যদি অগণতান্ত্রিকভাবে পরিচালিত হয়, আমরা ব্যবস্থা নিতে বাধ্য হব।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, “বাজারে চাল-ডালের দাম বেশি, কৃষক সার পাচ্ছে না। কিন্তু “ইউএনও” সাহেব নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন। মানুষকে কষ্ট দিয়ে সরকারকে টিকিয়ে রাখা সম্ভব নয়।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু। বক্তব্য রাখেন মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন, মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস, জেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হোসেন ও বর্তমান সভাপতি আকিব জাভেদ সেনজি।

অনুষ্ঠানে বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।