ঢাকাThursday , 23 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির অভিযোগে গৃহকর্মীকে গ্রেফতার

Mahamudul Hasan Babu
January 23, 2025 1:07 pm
Link Copied!

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরীর একটি বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির অভিযোগে করা মামলায় এক গৃহকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া ওই গৃহকর্মীর নাম সেলিনা আক্তার আফিয়া (২১)। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপ কমিশনার (অপরাধ) রইছ উদ্দিন। এর আগে বুধবার টেকনাফের সাবরাং ইউনিয়নের কোয়াংছড়ি পাড়ায় অভিযান চালিয়ে ওই গৃহকর্মীকে গ্রেফতার করা হয়।
সংবাদ সম্মেলনে উপ পুলিশ কমিশনার (অপরাধ) রইছ উদ্দিন জানান, সেলিনা আক্তার নামে ওই গৃহকর্মী নগরীর খুলশী এলাকার একটি বাসায় দেড় মাস আগে কাজ নেন। চলতি বছরের ৯ জানুয়ারি বাসার সবাই বেড়াতে গেলে সেলিনা সুযোগ বুঝে আলমারির ড্রয়ারের তালা ভেঙে নগদ এক লাখ টাকা এবং সাড়ে ১২ ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান।
চুরি হওয়া স্বর্ণালংকারের মধ্যে ছিল গলার হার, চুড়ি, আংটি, কানের দুলসহ বিভিন্ন অলংকার। মঙ্গলবার (২১ জানুয়ারি) বাসার মালিক মাহবুবুর রহমান খুলশী থানায় একটি চুরির মামলা দায়ের করেন। এরপর অভিযান চালিয়ে বুধবার সেলিনাকে গ্রেফতার করে পুলিশ।
রইছ উদ্দিন বলেন, সেলিনা গৃহকর্মী হিসেবে কাজ নেওয়ার পর থেকেই চুরির পরিকল্পনা করছিল। গ্রেফতারের পর সেলিনার কাছ থেকে সাড়ে ১২ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বাকি টাকা সে মোবাইল, জামা-কাপড় কিনতে খরচ করেছে বলে আমাদের কাছে স্বীকার করেছে। সে পেশাদার চোর কি না সেটা আমরা তদন্ত করছি।