বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা: দিনাজপুরের বীরগঞ্জ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ ভাংচুর ও অধ্যক্ষ লিয়াকত আলীর উপর নির্মম হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে কলেজ মাঠ প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীরা ঘণ্টাব্যাপী ওই মানববন্ধনে অংশ নেন।
এসময় বক্তারা বলেন, কলেজ ভাংচুর সহ অধ্যক্ষকে মারধর ঘটনা ন্যাক্কারজনক ও নিন্দনীয়। সভ্য সমাজে এরকম কাজ মেনে নেয়া যায় না। আমরা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে দোষীদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের কাছে জোর দাবি জানান তারা।
অধ্যক্ষ লিয়াকত আলী জানান, শাহীন চেয়ারম্যানের সাথে পূর্বশক্রতার জের ধরে তার লোকজন মিথ্যা অপবাদ দিয়ে ১৩ জানুয়ারি আমাকে হত্যা উদ্দেশ্যে মারধর সহ কলেজের সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি করে সোহান, শুভ ও সাখাওয়াত সহ কিছু অজ্ঞাত পরিচয়ে ব্যক্তিরা।প্রতক্ষ্যদর্শীদের বর্ণনা ও প্রমাণ থাকা সত্ত্বেও এখনো মামলা নেয় নি পুলিশ। তাই মামলা গ্রহণ করে সুষ্ঠু তদন্ত মাধ্যমে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে ন্যায়বিচারের দাবিতে সংশ্লিষ্ট কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।