রবিউল আলম বাদল ঘাটাল টাঙ্গাইল প্রতিনিধি:টাঙ্গাইলের ঘাটাইলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক ছানার সভাপতিত্বে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এই আলোচা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট এস এম ওবায়দুল হক নাসির।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বেলাল হোসেন, ঘাটাইল পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ করিম
উপজেলা বিএনপির সিঃ যুগ্ম সম্পাদক কাজী আনোয়ারুল আজিম রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিঃযুগ্ম আহবায়ক সরোয়ার জাহান কলি, পৌর যুবদলের সভাপতি সাদিক মাহমুদ টিটু, সাধারণ সম্পাদক মোঃ পারভেজ মিয়া উপজেলা শ্রমিকদলের আহবায়ক সুফি সিদ্দিকী সহ উপজেলা বিএনপির, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।