ঢাকাThursday , 23 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ  উপজেলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা 

Mahamudul Hasan Babu
January 23, 2025 1:39 pm
Link Copied!

পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে ভোটার তালিকা হালনাগদ ২০২৫ উপলক্ষ্যে উপজেলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন  রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার রেজাউল ইসলাম, বাংলাদেশ প্রেসক্লাব পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক আনোয়ার হোসেন, বড়দরগাহ ইউপি চেয়ারম্যান মাফিয়া আক্তার শিলা, ফায়ার সার্ভিস অফিসার রতন চন্দ্র শর্মা, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শাহিনুজ্জামান শাহিন, পীরগঞ্জ পৌর বিএনপির আহবায়ক সাইফুল আজাদ মন্ডল। এ সময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ২০ জানুয়ারী ২০২৫ইং তারিখ হতে সারা দেশে ভোটার তালিকা কার্যক্রম শুরু হয়েছে। আগামী যাদের জন্ম ১লা জানুয়ারী ২০০৮ বা তার পূর্বে এবং বিগত হালনাগাদে যারা বাদ পরেছেন তাদেরকে তথ্য নির্বাচন কমিশন কর্তৃক নিয়োগ প্রাপ্ত তথ্য সংগ্রহকারগণ বাড়ী-বাড়ী গিয়ে ভোটারদের নাম অন্তর্ভুক্ত করছেন। আগামী ৩ ফেব্রুয়ারী তথ্য সংগ্রহ কার্যক্রম চলবে বলে উপজেলা নির্বাচন অফিসার জানান।