বোদা (পঞ্চগড় প্রতিনিধি) : পঞ্চগড়ের বোদায় অবৈধভাবে সাতখামার ইসলামিয়া ফাজিল মাদরাসার মাঠের গাছ কর্তনের অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত অধক্ষ্যের বিরুদ্ধে। গতকাল গভীর রাতে একটি ইউক্যালিটাস গাছ কর্তন করা হয় বলে জানা যায়।
এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা যায়, সাতখামার ইসলামিয়া ফাজিল মাদরাসার একটি ইউক্যালিটাসের গাছ রাতের আধারে কর্তন করে স্থানীয় স-মিলে প্রদান করা হয়।
স্থানীয় বাসিন্দা মাসুম, আল মামুন ও আতোয়ার জানান, রাতের আধারে মাদরাসার একটি বড় ইউক্যালিপটাস গাছ মাদারাসার অধ্যক্ষ্য রেজাউল ইসলামের নিদের্শে গভীর রাতে একটি গাছ কর্তন করা হয় । গাছটি কর্তন করার সময় মাদ্রাসার ছাত্র সহ গাছ কর্তনের লোকজান উপস্থিত ছিলো। এসময় আমরা উপস্থিত হলে নিচের অংশ না কেটে তা সটকে পড়ে। কয়েকজন ছাত্রকে জিজ্ঞাসা করা হলে তারা জানান, মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলাম ও শিক্ষক হাফেজ মাজহারুল ইসলাম কর্তন করতে বলেছেন।
এ বিষয়ে মাদরাসার অধ্যক্ষ্য রেজাউল ইসলাম মুঠোফোনে জানান, মাদরাসার একটি ইউক্যাপিটাস গাছের উপরের অংশ ঘরের আড়ায় লেগে টিন ক্ষতিগ্রস্থ্য হতে পারে তাই গাছের উপরের অংশ কেটে ফেলা হয়। তবে গাছটি মাদরাসায় না রেখে স-মিলে প্রদানের বিষয়ে তিনি জানেন না বলে জানান।