সফিকুল ইসলাম শিল্পী রাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপজেলা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদের মূল ফটকের সামনে এক পথসভায় অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য দেন- বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য আসলাম খান, জেলা কমিউনিস্ট পার্টির সেক্রেটারি আসাদুজ্জামান খান, জেলা সদস্য আনোয়ার চৌধুরী, উপজেলা সভাপতি আব্দুল মান্নান, সেক্রেটারি মুকবুল হোসেন, সহ-সভাপতি ডাঃ কুদ্দুস প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়নের কমিউনিস্ট পার্টির নেতা-কর্মীরা পথসভায় উপস্থিত ছিলেন।