ঢাকাFriday , 24 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরল সীমান্ত থেকে বাংলাদেশি কৃষক আলমিনকে ধরে নিয়ে যাওয়ার ৬ ঘন্টা পর ফেরত দিয়েছে বিএসএফ।

Mahamudul Hasan Babu
January 24, 2025 12:59 pm
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর বিরল সীমান্তে থেকে আটকের ৬ ঘন্টা পর কৃষক আলমিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। কৃষক আলামিন উপজেলার ধর্ম্মপুর ইউপি’র দ্বীপনগর গ্রামের আইজ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, কৃষক আলামিন শুক্রবার সকাল ৯ টার দিকে বিরল এনায়েতপুর সীমান্তের দ্বীপনগর গ্রামে শূন্য রেখার ৩২৩ নং পিলারের পাশে নিজ জমিতে কাজ করছিল। এসময় বিএসএফ এসে তাকে ধরে ক্যাম্পে নিয়ে যায়। পরে তার পরিবারের লোকজন বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সদস্যদের কাছে গিয়ে বিষয়টি জানালে বিকাল সাড়ে ৩ টায় ৩২৩ নং মেইন পিলারের জিরো পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে কৃষক আলামিনকে ফেরত দেয় বিএসএফ পতাকা বৈঠকে বর্ডার গাড বাংলাদেশ বিজিবি এর পক্ষে নেতৃত্ব দেন, দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান-উল ইসলাম এবং ভারতের বিএসএফ এর পক্ষে ৯০ বিএসএফ কমান্ডিং অফিসার বিপিন কুমার। । তবে কি কারনে ওই কৃষককে আটক করে নিয়ে যায় এরিপোর্ট লেখা পর্যন্ত বিস্তারিত জানা যায়নি।
এ ভাবে কৃষক ধরে নিয়ে যাওয়ার ঘটনায় সীমান্ত এলাকায় আতংকসহ থমথমে অবস্থা বিরাজ করছে স্থানীয়রা বেশ আতঙ্কের মধ্যে রয়েছেন এবং বর্তমানে থমথমে রয়েছে পরিস্থিতি।