আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীর মাইলমারী গ্রামে রবিউল ইসলাম ফাউন্ডেশনের সৌজন্যে এবং মাইলমারী গ্রামবাসীর সহযোগিতায় একদিনের ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ৮ টি দল নিয়ে নক আউট পদ্ধতিতে টুর্নামেন্টে আজ শুক্রবার মাইলমারীর ্ঐতিহ্যবাহী ফুটবল মাঠে দিনব্যাপী খেলায় সহড়াতলা প্রগতি লাঠিয়াল ভলিবল দল প্রতিপক্ষ গাংনী ভলিবল একাডেমিকে ২৫-১৯ ও ২১-২০ পয়েন্টের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শ্বাসরুদ্ধকর ম্যাচে ২-১ সেটে গাংনী ভলিবল দলকে পরাজিত করে বিজয় লাভ করেছে।
খেলায় গাংনী ভলিবল একাডেমী, ধলা (লক্ষীনারায়নপুর ধলা) ভলিবল দল, সিরাজনগর-১ ভলিবল দল, সিরাজনগর-২ ভলিবল দল, ওসমানপুর ভলিবল দল, সহড়াতলা প্রগতি লাঠিয়াল ভলিবল দল, সহড়া তলা সীমান্ত ভলিবল দল। লটারীর মাধ্যমে প্রতিদ্বন্দ্বী দল নির্ধারন করা হয়।
আজ শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত ৮ দলের খেলায় প্রতিপক্ষ ভলিবল দলকে হারিয়ে দর্শকদের মন কেড়ে নিয়েছে।
খেলা শেষে রবিউল ইসলাম ফাউনেডশনের উপদেষ্টা পরিষদের সভাপতি মো. নিজামউদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে রবিউল ইসলাম ফাউন্ডেশনের পরিচালক ও পৃষ্ঠপোষক ডা. তরিকুল ইসলাম ভলিবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রাইজমানি হিসেবে বিজয়ী দল -১৫ হাজার টাকা এবং বিজিত দলকে ১০হাজার টাকা নগদ প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রবিউল ইসলাম ফাউন্ডেশনের সভাপতি মো. আব্দুল হালিম, সাধারন সম্পাদক নাজমুল হুদা সহ গ্রামের গন্যমান্য ব্যাক্তিবর্গ । খেলার উদ্যোগ ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, ডা. তরিকুল ইসলামের চাচা প্রবীণ খেলোয়াড় রফিকুল ইসলাম।
ভলিবল খেলা পরিচালনা করেন, বাফুফের প্রশিক্ষণপ্রাপ্ত রেফারী মাহবুবুল হক মাহবুব ও স্ট্যালিন প্রমুখ।
এছাড়াও টুর্নামেন্টের ধারাভাষ্য প্রদান করেন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক সুলেরী আলভী। স্কোরার হিসেবে দায়িত্ব পালন করেন আল আমিন হোসেন।
খেলা পরিচালনার ক্ষেত্রে পরামর্শ ,দিক নির্দেশনা ও সার্বিক সহযোগিতায় ছিলেন, গাংনীর একঝাঁক ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ আমিরুল ইসলাম অল্ডাম, মাষ্টার আমিনুল হক রতন, মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, আলামিন হোসেন, আতর আলী, এনামুল হক, মখলেছুর রহমান মাষ্টার , প্রভাষক শাহীনুল হক শাহীন, জাতীয় ভলিবল দলের সাবেক কোচ আফজাল হোসেন, সাবেক সেনা সদস্য আব্দুল গাফ্ফার প্রমুখ।
খেলা শেষে রবিউল ইসলাম ফাউন্ডেশনের ম্যাচ ম্যানেজমেন্ট ভলিবল ম্যাচের বিজয়ী ও রানার্স আপ দলের টিম ম্যানেজমেন্টের হাতে পুরস্কার হিসেবে প্রাইজমানি প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডা. তরিকুল ইসলাম। খেলায় বিভিন্ন বয়সী হাজার হাজার দর্শক দিনব্যাপী খেলা উপভোগ করেন।