আটোয়ারী (পঞ্চগড়) সংবাদদাতা:পঞ্চগড়ের আটোয়ারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক এ জেড এম বজলুর রহমান জাহেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে ও হাতে ব্যাট নিয়ে বল মেরে খেলার উদ্বোধন করেন। ছাত্রদলের আহবায়ক রাসেল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব বজলার রহমান সুমনের সঞ্চালনায় অনূষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাহান আলী, সাবেক দপ্তর সম্পাদক মো. শাহাদৎ হোসেন, যুবদলের আহ্বায়ক ও ধামোর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম দুলাল, রাধানগর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জহিরুল ইসলাম, তোড়িয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. আতাউর রহমান প্রমুখ। এ সময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় রাধানগর ইউনিয়ন ও তোড়িয়া ইউনিয়ন ছাত্রদল অংশ গ্রহণ করেন। টসে জিতে রাধানগর ইউনিয়ন ছাত্রদল ফিলডিং এর সিদ্ধান্ত নেয়। খেলায় উপজেলার ৬ ইউনিয়েনের ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা অংশ গ্রহণ করবেন বলে দলীয় সূত্র জানায়। খেলার উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় নির্দেশনায় সারাদেশে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। উল্লেখ্য, উপজেলা ছাত্রদল কর্তৃক আয়োজিত ওই টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করবে। ফাইনাল খেলা আগামী ১৫ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে বলে জানা যায়