চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের খতিবেরহাট আদর্শ সমাজ কমিটির উদ্যোগে মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজি, বাল্যবিবাহ ও যৌতুক বিরোধী সমাবেশ শুক্রবার রাাতে অনুষ্ঠিত হয়। খতিবেরহাটস্থ হাজী আহমেদ কবিরের বাসভবনের সামনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ টুরিস্ট পুলিশ-এর অতিরিক্ত ডি আই জি আপেল মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন, চবি’র ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সরোয়ার আলম জেমি, এ পি পি মোহাম্মদ আবু ছাইয়িদ।
মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে ও লায়ন মো.ইয়াকুব হোসাইন ইতুর পরিচালনায় প্রধান বক্তা ছিলেন, মাঈন উদ্দিন মনা, শুভেচ্ছা বক্তব্য রাখেন, মোহাম্মদ আলী সাকি। বক্তব্য রাখেন, আলহাজ্ব মোহাম্মদ সোলাইমান, মো. ইয়াছিন কালু,মো. ইসমাইল সওদাগর, মো.মোজাম্মেল হক, বহদ্দারহাট বাজার কমিটির সভাপতি জানে আলম, মো. জাহাঙ্গীর আলম, সর্দার বাড়ীর মোহাম্মদ ইদ্রিস,রেজাউল করিম, মোহাম্মদ ফোরকান, মো. শওকত হোসেন, মো. ইদ্রিস কনট্রাকটর, মো.আলী আজগর, আবদুর রহমান, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ আইমন, মো. ইকবাল প্রমুখ। প্রধান অতিথি বলেন, আর্ত মানবতার সেবায় সামাজিক উন্নয়নে সকলকে এগিয়ে আসার পাশাপাশি সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সেইসাথে বাল্যবিবাহ বন্ধে ও যৌতুকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।