ঢাকাSunday , 26 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজে দুই দিনব্যাপি বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান শুরু

Mahamudul Hasan Babu
January 26, 2025 4:31 pm
Link Copied!

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : প্রতি বছরের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজে দুই দিনব্যাপি বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান শুরু হয়েছে। দুই দিনব্যাপি কর্মসুচির মধ্যে রয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও বনভোজন। আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজের আয়োজনে রোববার (২৬ জানুয়ারি) সকালে কলেজ চত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন , শান্তির প্রতিক জোড়া পায়রা অবমুক্ত করণ সহ মশাল প্রজ্জলনের মাধ্যমে দু’দিনব্যাপি কর্মসুচির শুভ উদ্বোধন করেন কলেজের গভর্নিং বোডির সভাপতি মোঃ ফকরুল আলম ও অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান। এসময় কলেজের অন্যান্য শিক্ষক-কর্মচারী,শিক্ষার্থী সহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। জানাগেছে, ২১ টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় তম বিজয়ীকে পুরস্কৃত করা হবে। ২৬ জানুয়ারি দিনব্যাপি ক্রীড়ানুষ্ঠান চলবে এবং ২৭ জানুয়ারী সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ ও বনভোজনের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত করা হবে।